
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৪ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ চত্বর থেকে পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনিরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম রিপন, তানবীর হায়দার জসিম, লোকমান হোসেন, সদস্য শাহাদাত মল্লিক, মজিবর রহমান, কামাল খান, বসির মল্লিক, রিপন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির তার বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে যুবদল আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে দেশের কল্যাণ ও দলের সাফল্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে পৌরসভার ৯ টি ওয়ার্ডের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।