
ববি প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক মনোজ্ঞ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের দ্বিতীয় তলায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ববি শাখা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক মেহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি তানজিম শাহ জালাল ইমন।
স্বাগত বক্তব্যে ইমন বলেন, বসুন্ধরা শুভসংঘ সব সময় শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে আমরা রয়েছি, তারই ধারাবাহিকতায় আজকের এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সামনে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক কবির হাসান উপস্থিত ছিলেন।
বিতর্কে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তীব্র ও বুদ্ধিদীপ্ত যুক্তিতর্ক চলে।
সরকারি দল হিসেবে বিতর্ক করেন মো. ফেরদৌস মাহমুদ নূর, উম্মিয়া আক্তার উর্মি (প্রধানমন্ত্রী) ও মো. মুসতাক আহমেদ। বিরোধী দলের পক্ষে অংশগ্রহণ করেন নূসরাত জাহান, মো. শাকিল আহমেদ (দলীয় নেতা) ও মো. শোয়েব হাওলাদার।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মেহেদী হাসান সোহাগ, সহসভাপতি রাকিব আহমেদ, উপমা দত্ত ও মো. সেলিম রেজা। এ বিতর্ক প্রতিযোগিতায় সুচিন্তিত যুক্তিতর্কের মাধ্যমে বিরোধী দল বিজয়ী হয়।
ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া আক্তার বলেন, বিতর্ক শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মপ্রকাশ ও বিশ্লেষণধর্মী মনোভাবের বিকাশ ঘটায়। বিতর্কের মধ্যে দিয়ে প্রযুক্তি নির্ভরতার সুফল ও কুফল দুটিই ভাবতে শেখায়। ভবিষ্যতেও এমন সময়োপযোগী আয়োজনের ধারাবাহিকতা থাকবে।
বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা শুভসংঘের ববি শাখার উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো ফরহাদ উদ্দীন। তিনি বলেন, বিতর্ক শুধু যুক্তি প্রদর্শনের ক্ষেত্র নয়, এটি চিন্তা, বিশ্লেষণ ও মনন গঠনের এক অবিচ্ছিন্ন অনুশীলন।
তরুণ প্রজন্মকে যুক্তিবাদী ও উন্নয়নমনস্ক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এমন আয়োজনের জন্য শুভসংঘকে ধন্যবাদ জানান।