1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গুমের ‘মাস্টারমাইন্ড’ বরিশালের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপের সহযোগী গ্রেফতার - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

গুমের ‘মাস্টারমাইন্ড’ বরিশালের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপের সহযোগী গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিবেদক, ঢাকা: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী মতাদর্শের লোকদের গুম করার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহযোগী সিআইডির এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডিতে কর্মরত অবস্থায় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্র। মশিউরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে। এ মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

 

 

র‌্যাব-১১ এ থাকাকালীন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিতি পেয়েছিলেন আলেপ। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনেও মরিয়া ছিলেন তিনি। তবে সরকার পতনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ এ থাকাকালীন আলেপের এসব অবৈধ কর্মকাণ্ডে অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন এডিশনাল এসপি মশিউর।

 

 

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৪৩২সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৪৩২ রাজসাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতেও আলেপের কুকীর্তির কথা তুলে ধরেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

 

 

 

তিনি বলেছিলেন, র‍্যাবের আলেপ উদ্দিন প্রথমে নারায়ণগঞ্জে র‍্যাবে ছিলেন। পরে এডিশনাল ডিরেক্টর জেনারেলের (অপারেশন) প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তাকে র‌্যাবে (ইন্টেলিজেন্স) পদায়ন করা হয়। এখানে অনেক অফিসার ছিলেন। তবে গুমসহ বিভিন্ন অপেশাদার কর্মকাণ্ডে বিশেষ দক্ষতা থাকায় আলেপকে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেশ পছন্দ করতেন। কেননা এসব কাজে বিশেষ কুখ্যাতি অর্জন করেছিলেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network