
মোঃ সাদ্দাম হোসেন //বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর ২০২৫) বিকেলে নগরীর বাংলাবাজার মসজিদ থেকে গণসংযোগটি শুরু হয়ে আমতলার মোড়ে এসে শেষ হয়।
গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন। এ সময় জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, “তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের পথ।”