
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাঁচরাস্তা এলাকায় অবস্থিত বাবুগঞ্জ ইসলামী প্রি ক্যাডেট-এর উদ্যোগে শিক্ষা প্রদর্শনী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব ফখরুল আলম খান।
সঞ্চালনায় ছিলেন বাবুগঞ্জ ইসলামী প্রি ক্যাডেটের চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম মাহবুব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. হানিফ খান, বীর মুক্তিযোদ্ধা মন্টু, মাদ্রাসার শিক্ষিকা তানিয়া সুলতানা, শেখ তামান্না ম্যাডাম, খাদিজা ম্যাডাম, লাইজু, নুসরাত, জামিলা ম্যাডাম, মল্লিকা ম্যাডামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রুবেল সরদার ও রফিকুল ইসলাম । অনুষ্ঠানে শিক্ষার্থীরা পরিবেশন করে শিক্ষামূলক বিভিন্ন নাটিকা ও সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মন জয় করে নেয়।
এছাড়া, গত রমজান মাসে যারা ৩০টি রোজা রেখেছে, সেই সকল ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বর্তমানে প্রতিষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে বলে জানান সংশ্লিষ্টরা।