1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
চরফ্যাশনে হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসা ছাত্রকে উদ্ধার - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

চরফ্যাশনে হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসা ছাত্রকে উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে মোঃ তামিম (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রকে রাতের আঁধারে হাত-পা বাঁধা অবস্থায় ডোবা থেকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে রাতেই ভর্তি করা হয়। ‘হত্যার উদ্দেশ্যে তার দুই চাচা এই ঘটনা ঘটিয়েছেন’-এমন অভিযোগ তামিমের মা আরজু বেগমের। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

জানা গেছে, শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার দুলারহাট থানার আবুবকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। মোঃ তামিম ওই ওয়ার্ডের মোঃ মোস্তফার ছেলে এবং আবুবকরপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।

 

 

তামিমের মা আরজু বেগম জানান, অভিযুক্ত তার দুই চাচা শেখ ফরিদ ও খোকন তার স্বামীর সৎ ভাই। পৈত্রিক সম্পত্তি নিয়ে তার স্বামীর সাথে সৎ ভাইদের দীর্ঘ দিনের বিরোধ চলছিল। তার স্বামী মোস্তফা কর্মের জন্য ঢাকাতে থাকেন। তামিমকে নিয়ে সে গ্রামের বাড়ী আবুবকরপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে বসবাস করেন।

 

 

তিনি জানান, গত ২৭ অক্টোবর ছেলেকে ঘরে রেখে আরজু তার বাবার বাড়ীতে বেড়াতে যান। এই সুযোগে ছেলেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১১টার দিকে সুপারি চুরির অপবাদ দিয়ে শেখ ফরিদ ও খোকন মারধর করেন। ছেলে তামিমকে মারধরের ঘটনা শুনে আরজু তার বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ীতে চলে আসেন।

 

 

তিনি আরও জানান, তার ছেলে শনিবার মাগরিবের নামাজ শেষে বাড়ী ফেরার পথে শেখ ফরিদসহ আরও চারজন ব্যক্তি তার ছেলের পথরোধ করেন। এই সময় শেখ ফরিদ তার ছেলের মাথায় আঘাত করেন এবং মারধর করে শরীরের বিভিন্ন অংশ ফুলা জখম করেন। তাদের মারধরে ছেলে তামিম অজ্ঞান হয়ে যাওয়ার পর তার হাত পা বেঁধে পাশের একটি ডোবায় ফেলে দেওয়া হয়। প্রায় তিন ঘন্টা পর তামিমের জ্ঞান ফিরে এলে তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।

 

 

অভিযুক্ত শেখ ফরিদের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তার ভাই খোকন বলেন, ‘তামিম আমার ভাতিজা। তাদের সঙ্গে পারিবারিক ঝামেলা রয়েছে। তবে আমি এই ব্যাপারে কিছুই জানিনা।

 

 

দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network