
বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল পৌর শহরে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বর্ণাঢ্য গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন।
সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় কাগোজীর পুল এলাকা থেকে শুরু হওয়া গণসংযোগটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল পাবলিক মাঠের মুক্তমঞ্চে মিলিত হয়।
গণসংযোগকালে নেতাকর্মীরা জনগণকে ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান এবং স্থানীয় দোকানপাট ও জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন।
বাউফল পৌর বিএনপির সভাপতি মো. মিজান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ৩১ দফাই জাতির মুক্তির রূপরেখা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুনিমূল ইসলাম মিরাজসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী।