1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপির প্রার্থী নিয়ে সন্তুষ্টি থাকলেও কোন্দলসহ চাঁদাবাজদের বিতাড়নই বড় ইস্যু! - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

বরিশালে বিএনপির প্রার্থী নিয়ে সন্তুষ্টি থাকলেও কোন্দলসহ চাঁদাবাজদের বিতাড়নই বড় ইস্যু!

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

ডেস্ক সংবাদ : আসন্ন সংসদ নির্বাচনে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, বিএনপি’র বহু প্রতীক্ষিত প্রার্থী মনোনয়ন ঘোষণাকে রাজনৈতিক পর্যবেক্ষক মহল ইতিবাচক হিসেবে দেখলেও তা যথেষ্ট বিলম্বিত পদক্ষেপ বলেও মনে করছেন। তবে, এবারে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ২১টির মধ্যে ঘোষিত ১৬টি আসনের মনোনয়ন নিয়ে সাধারণ ভোটার থেকে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে সন্তুষ্টিই বেশী বলে লক্ষ্য করা যাচ্ছে। বরিশাল-৪ এবং ভোলা-৩ ও ভোলা-৪ আসনগুলো বাদ দিলে অন্যসব আসনেই যোগ্য প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন বলেই সাধারণ ভোটারদের অভিমত।

 

 

তবে শরিক দলগুলোর সাথে আসন ভাগাভাগি প্রশ্নে বরিশাল-৩, ঝালকাঠী-১, পিরোজপুর-১ এবং পটুয়াখালী-২ ও পটুয়াখালী-৩ আসনে মনোনয়ন প্রদান স্থগিত রেখেছে বিএনপি। এরমধ্যে নিজ দলের বেগম সেলিমা রহমান ও অ্যাডভোকেট জয়নুল আবেদিন ছাড়াও জোট শরিক এবি পার্টির মহাসচিব ব্যরিষ্ট্রার ফুয়াদের কারণে বরিশাল-৩ আসনে, আরেক জোট শরিক সহ নিজ দলের একাধিক প্রার্থীর কারণে ঝালকাঠী-১ আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেনি বিএনপি।

 

 

একইভাবে পিরোজপুর-১ আসনেও জাতীয় পার্টির একাংশের নেতা মোস্তফা জামাল হায়দার ছাড়াও নিজ দলের একাধিক প্রার্থীর কারণে প্রার্থী চূড়ান্ত হয়নি। পটুয়াখালী-২ আসনেও দলের শীর্ষ পর্যায়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এক জামাত নেতার কারণে মনোনয়ন চূড়ান্ত হয়নি বলে গুঞ্জন উঠেছে। ঐ জেলার ৩ নম্বর আসনটিও গনঅধিকার পরিষদের ভিপি নুরের কারণে মনোনয়ন স্থগিত রয়েছে বলে জানা গেছে। এ আসনেও বিএনপি’র একাধিক যোগ্য প্রার্থী থাকলেও মনোনয়ন চূড়ান্ত হয়নি।

 

 

তবে, এবার মনোনয়ন চূড়ান্ত করণে দীর্ঘ কালক্ষেপ নে প্রতিটি আসনে ইতোমধ্যে একাধিক প্রার্থী ও তাদের অনুসারীদের মাঠ পর্যায়ে সীমাহীন কোন্দলে জড়িয়ে পড়াকে আপাতত বিএনপি’র জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। এ পরিস্থিতির উত্তরণ ঘটিয়েই দলটির প্রার্থীদের সাধারণ ভোটারদের কাছে ভোট চাইতে হবে বলেও মনে করছেন মহলটি।

 

 

জুলাই অভ্যুত্থানের পরে বিগত ১৫ মাসেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল-বিএনপি দক্ষিণাঞ্চলের ওয়ার্ড থেকে জেলা, মহানগর ও বিভাগীয় পর্যায়েও একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী করতে পরেনি। উপরন্তু, অনেক আহ্বায়ক কমিটি একাধিকবার গঠিত ও পুনর্গঠিত করার নামে বিতর্কিত ও গনবিচ্ছিন্নদের জায়গা দিতে গিয়ে নানা বিতর্কে জড়িয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটি।

 

 

ফলে বেশিরভাগ এলাকায় কান্ডারিবিহীন বিএনপি’তে ঘাপটি মেরে থাকা সুযোগ সন্ধানীরা দলটিকে চাঁদাবাজ ও দখলবাজদের অভয়াশ্রমে পরিণত করেছে বলেও অভিযোগ সুস্পষ্ট। ফলে যে-সব যোগ্য নেতৃত্ব মনোনয়ন পেয়েছেন, গত ১৫ মাসের সব অপকর্মের দায় নিয়েই তাদের এখন আমজনতা সহ ভোটারদের কাছে যেতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের কাছে নিকট অতীতের ভুল সহ কতিপয় কথিত নেতা-কর্মীর অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করে তাদের সহানুভূতি লাভ করা যায়, ততটাই মঙ্গল হবে। নচেৎ নিকট অতীতে নিজ ঘরের প্রতিপক্ষের সাথে আসন্ন ভোট যুদ্ধে তাদের অনেকটাই নাস্তানাবুদ হবারও আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

 

 

কারণ নিকটের জোট শরিক জামায়াত ইসলামির সাথে এবার গাঁটছড়া বেঁধেছে ইসলামি আন্দোলন। যারা কখনোই বিএনপিকে মূল্যায়ন সহ তাদের জনপ্রিয়তাকে স্বাভাবিকভাবে নেয়নি। এমনকি, ২০০১-এর নির্বাচনে ভোট গ্রহণের দিন খোদ বরিশাল সদর আসনে ৪ দলীয় জোট প্রার্থী মজিবুর রহমান সারোয়ারের ওপর ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা চরমেনাইতে হামলা চালিয়ে তাকে অনেকটাই পঙ্গুত্বে দিকে ঠেলে দিয়েছিলেন। ঐ ঘটনায় গণমাধ্যম কর্মী সহ অন্তত ২০ জন আহত হয়। সারোয়ারকে দীর্ঘদিন বরিশাল ও ঢাকার হাসপাতালে কাটাতে হয়েছিল।

 

 

শুধু বরিশাল সদর আসন নয়, সমগ্র দক্ষিণাঞ্চলেই ইসলামী আন্দোলন বিএনপিকে একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে সেভাবেই লক্ষ্য স্থির করে এগোচ্ছে বলে জানা গেছে। তবে নিকট অতীতেও যে ইসলামী আন্দোলন প্রতিটি সভা-সমাবেশে ‘জামায়াত ইসলামীর ইসলাম-ইসলাম নয়’ বলে যে অভিযোগ করতেন, এখন তারাই তাদের ‘রাজনৈতিক মিত্র’। এমনকি, ২০০১-এর নির্বাচনে বিএনপি’র সাথে সরাসরি গোলযোগে জড়িয়ে নিজেদের অবস্থান ও অস্তিত্ব সংহত রাখতে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের সাথে পরোক্ষ সম্পর্ক গড়ে তুলেছিল বলেও অভিযোগ ছিল। তবে ২০২৩-এ বরিশাল সিটি নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন ইসলামী আন্দোলন প্রার্থী আওয়ামী লীগের এক ছিঁচকে মান্তানের হাতে লাঞ্ছিত হয়েই নির্বাচন বয়কট সহ অবশিষ্ট দুটি সিটি করপোরেশন নির্বাচন থেকেও প্রার্থী প্রত্যাহার করে নিয়েছিল। সে থেকেই আওয়ামী লীগের সাথে দলটির সাথে দূরত্ব বাড়ে।

 

 

তবে এসব কিছু বাদ দিয়ে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনকে শক্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভেবেই বিএনপিকে আসন্ন নির্বাচনে তার লক্ষ্যস্থির করার তাগিদ দিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ঘোষিত ১৬টি আসনের মধ্যে শুধুমাত্র বরিশাল-৪ এবং ভোলা-৩ ও ভোলা-৪ আসন নিয়ে মাঠ পর্যায়ে সাধারণ মানুষেরও কিছুটা হতাশার সাথে ক্ষোভ কাজ করলেও, অন্য আসনগুলো নিয়ে তেমন প্রশ্ন ওঠেনি। এমনকি, এবার প্রার্থী মনোনয়নে দীর্ঘকালক্ষেপনে ‘নানা জল্পনা কল্পনা ও গুজবের তুলনায় মনোনয়ন ভাল হয়েছে’ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল সহ আমজনতাও।

 

 

তবে, মাঠ পর্যায়ে ঐক্য অটুট রেখে ভোটারদের নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত পৌঁছাতে না পারলে বিএনপি ও প্রার্থীদের ভোটের গাড়ি লাইনচ্যুত হবার আশঙ্কার কথাও বলেছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। যে নির্বাচনের জন্য দেশের সাধারণ মানুষ সহ অন্যতম বৃহৎ রাজনৈতিক দল-বিএনপি দীর্ঘকাল অপেক্ষা করেছেন, সেখানে কি ফলাফল অপেক্ষা করছে তা সময়ই বলতে পারবে বলেও মনে করছেন মহলটি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network