
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর বান্ধ রোড এলাকায় দোকানের মধ্যে মিরাজ নামে এক কর্মচারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মিরাজ তার ভাই রাজুর ওপর অপবাদ দিয়েছেন। এসময় তিনি ভাইয়ের বিচার ইহকাল নয়, পরকালে বিচার চেয়েছেন।
নিহত মিরাজ সাউথ কিং এর সামনে জান্নাত স্টোরের কর্মচারী ছিলেন, যার মালিক ছিলেন তার ভাই রাজু। সকালে তার লাশ উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
তবে নিহত মিরাজের ভাই রাজু দাবি করেছেন, তার ভাই মিরাজ মাদকাসক্ত। তাই উল্টা-পাল্টা বলেছে।