
নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন বাকেরগঞ্জ থানার আবুল কালাম আজাদ।
গতকাল ৭ নভেম্বর( শুক্রবার) পুলিশ সুপার ‘শরিফ উদ্দিন’ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ওসি আবুল কালাম আজাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
জানা যায়, জেলার সকল থানার মধ্যে ওসি একে আজাদ’কে সামগ্রিক কর্মতৎপরতায় (সেপ্টেম্বর ২০২৫ ইং) জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এনিয়ে টানা চতুর্থ বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন একে আজাদ।
এ প্রসঙ্গে একে আজাদ বলেন, এ পুরস্কার আমাকে ভবিষ্যতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। আমাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার শরিফ উদ্দিন স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ও সদর সার্কেল স্যার সহ সকল কর্মকর্তাকে। এই সাফল্য আমার থানার সকল সহকর্মীর।