
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুটি বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, “মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ” এর নতুন নাম হবে “মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ”, আর “পরিসংখ্যান বিভাগ” এর নাম হবে “পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ”।
বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের অধীনে মোট ২৫টি বিভাগ রয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, একাডেমিক কাউন্সিলের ৫২তম সভা (২৪ সেপ্টেম্বর ২০২৫) এর আলোচ্যবিষয় ১৩ ও ১৪-এর সিদ্ধান্ত এবং সিন্ডিকেটের ৯১তম সভা (১১ অক্টোবর ২০২৫) এর আলোচ্যবিষয় ১৩২৭-এর অনুমোদনের ভিত্তিতে বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিভাগের নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত সময়ের চাহিদা ও পাঠ্যক্রমের আধুনিকায়নের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট বিষয়ের একাডেমিক ও গবেষণাধর্মী কার্যক্রম আরও সমৃদ্ধ হয়।