
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পৌর জামায়াতে ইসলামী’র উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের তিনটি স্পটে ধারাবাহিকভাবে আয়োজিত এই ক্যাম্পের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় পৌর এলাকার ১নং ওয়ার্ডের মান্নান মৃধার মাঠে।
শনিবার (৮ নভেম্বর) সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান,।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল প্রমুখ। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর জামায়াতের আমির কাওসার হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আশিকুল ইসলাম আজাদ, পৌর বায়তুল মাল সম্পাদক সিরাজুম মুনির জুয়েল, ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কাজী শাহিন মাহমুদ, সেক্রেটারি হাফেজ মোঃ মোকসেদুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ক্যাম্পে প্রথম ধাপে ৩০ জন শিশু ও কিশোরের সুন্নতে খৎনা সম্পন্ন করা হয় ডাক্তারি পদ্ধতিতে। অংশগ্রহণকারী প্রতিটি শিশুকে নতুন পাঞ্জাবি, লুঙ্গি, টুপি ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।