1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মৎস্য বিভাগের জব্দ করা জাটকা লুট! - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

বরিশালে মৎস্য বিভাগের জব্দ করা জাটকা লুট!

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কম্পাউন্ডে জব্দ করা জাটকা মাছ নিয়ে চরম বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

 

ওই সময় শত শত মানুষ উপস্থিত হয়ে জব্দ করা জাটকা লুট করে নিয়ে যায় বলে জানিয়েছেন বরিশাল জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক আলী হাসান।

 

শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।

 

বরিশাল জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক আলী হাসান জানান, কুয়াকাটা থেকে ঢাকাগামী কিংস পরিবহনের একটি বাসে জাটকা পাচারের তথ্য পান তারা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে নগরের সি অ্যান্ড বি রোডে মৎস্য দপ্তরের সামনে অবস্থান নেন।

 

বাসটি ওই এলাকা অতিক্রমকালে ১৬টি কার্টনে ভর্তি জাটকা মাছ উদ্ধার করে অফিসে নিয়ে আসা হয়। পরে এসব জাটকা বিতরণের জন্য নগরের ৩০টির মতো এতিমখানা, মাদ্রাসা ও শিশু সদনে খবর দেওয়া হয়।

 

একটি কার্টনের মাছ ১৫টি প্রতিষ্ঠানে বিতরণের পর কয়েক শত নারী-পুরুষ কম্পাউন্ডে প্রবেশ করে। তারা মব সৃষ্টি করে ১৫টি কার্টন ভর্তি জাটকা লুট করে নেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের নিবৃত্ত করতে পারেননি।

 

এদিকে ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে—নারী, শিশু ও পুরুষ যে যেভাবে পারছে, ব্যাগ ভর্তি করে জাটকা নিয়ে যাচ্ছে।

 

স্থানীয় সূত্র জানায়, গত দুই দিন ধরে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কার্যালয়ের সামনে সি অ্যান্ড বি রোডে (ঢাকা-বরিশাল মহাসড়ক) যাত্রীবাহী পরিবহনসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করে বিপুল পরিমাণ জাটকা জব্দ করছে কর্মকর্তারা।

 

সর্বশেষ শুক্রবার (৭ নভেম্বর) দিবাগত রাতেও বিভিন্ন পরিবহন থেকে পাচারকালে বিপুল পরিমাণ জাটকা জব্দ করেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। এরপর ওই জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণকালে কম্পাউন্ডের ভেতরেই হট্টগোল বাধে। চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে জব্দ জাটকাগুলো যে যার মতো করে নিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, মৎস্য অফিসের গেট বন্ধ ছিল। ভেতরে অফিসের লোকজন, মাদ্রাসার লোকজন ও আনসার সদস্যরা ছিল। তারা মাছ নেওয়ার সময় গেট খুলে দিলে অনেক মানুষ হুড়োহুড়ি করে ভেতরে ঢুকে মাছ নিয়ে যায়।

 

স্থানীয় বাসিন্দা মামুন বলেন, জাটকাগুলো যদি সুসংগঠিতভাবে দেওয়া হতো, তাহলে সমস্যা হতো না। কিন্তু সব জাটকা যে যার মতো করে লুট করে নিয়েছে। ওই সময় অফিসের কিছু স্টাফও কিছু জাটকা জিম্মায় রাখে, পরে সেগুলোর কী হয়েছে জানা যায়নি।

 

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, জব্দ মাছ দুস্থদের মধ্যে বিতরণকালে লোকজন বিশৃঙ্খলা করেছে। সেখানে কিছু মাছ লুট হয়েছে। তবে স্টাফরা মাছ সরিয়ে ফেলেছেন-এমন অভিযোগের কোনো সত্যতা নেই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network