
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বরিশালের পলাশপুর এলাকার বাসিন্দা মিজান সরদারের পরিবারের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আপন চৌধুরী বাবুর বিরুদ্ধে। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডের পলাশপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে মিজান সরদার জানান, পূর্ব শত্রুতার জেরে আপন চৌধুরী বাবুর নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র ব্যক্তি তাদের বাড়িতে হামলা চালায়। এসময় মিজান সরদার, তার ভাই স্বপন সরদার (২৭), পিতা জাকির সরদার (৬৬), মাতা মাসুমা বেগম (৬১), স্থানীয় বাসিন্দা আলমগীর (৫৫)সহ অন্তত ৬ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা ধারালো অস্ত্র, লাঠি ও ইট-পাটকেল নিয়ে বাড়ির দরজা-জানালা ভাঙচুর করে এবং একাধিকবার আক্রমণ চালায়। স্থানীয়রা এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
মিজান সরদার বলেন, “আমরা কাউনিয়া থানা পুলিশ ও আর্মি ক্যাম্প কমান্ডারকে বিষয়টি জানালেও হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। তারা এখনো প্রাণনাশের হুমকি দিচ্ছে।”
তিনি অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দলের ওই নেতা আপন চৌধুরী বাবুর বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমি দখলসহ একাধিক মামলা রয়েছে। “আমাদের ওপর হামলার ভিডিও প্রমাণ আমাদের কাছে আছে,” বলেন মিজান সরদার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তারা আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ যেন আইনের ঊর্ধ্বে না থাকে, সে বিষয়ে প্রশাসনকে সজাগ থাকতে হবে।