
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া। সম্প্রতি হাসপাতালটির সার্বিক রূপ পরিবর্তনের পাশাপাশি চিকিৎসা সেবায় এসেছে চোখে পড়ার মতো উন্নতি।হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ, ল্যাবরেটরি ও প্রসূতি সেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বিশেষ করে সিজার (সিজারিয়ান অপারেশন) সেবা নিয়মিতভাবে চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষ এখন স্বল্প খরচে উন্নত চিকিৎসা পাচ্ছেন।
এছাড়া হাসপাতালটির পরিচ্ছন্নতা, রোগীদের সেবাদান ব্যবস্থাপনা ও চিকিৎসক উপস্থিতি — সবদিক থেকেই এখন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক আধুনিক রূপ লাভ করেছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহতা জারাব সালেহিন ইনকিলাব এর গৌরনদী প্রতিনিধি-র নিকট জানান, এই হাসপাতালে আগে তেমন সেবা পাওয়া যেত না, গৌরনদী উপজেলাধীন আশপাশের থানা গুলোর ভুক্তভোগী রুগীরাও চিকিৎসা নিতে এসে বর্তমানে সন্তোষ প্রকাশ করেন, এখন পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা পাওয়া যাচ্ছে। চিকিৎসক ও নার্সরা আন্তরিকভাবে রোগীদের সেবা দিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের উদ্যোগে এই স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যায়ক্রমে আরও আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এতে করে ভবিষ্যতে গৌরনদী উপজেলার মানুষের চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে