
নিজস্ব প্রতিবেদক : গৌরনদীতে চার উপজেলার ৩০টি মাদ্রাসার দুই শতাধিক কুরআনের হাফেজদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা, নগদ অর্থ, ক্রেস্ট ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভূরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার আয়োজনে সোমবার বাদ আছর মাদ্রাসার সম্মুখে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হাফেজ ইমারত হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা মিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন মুহতামিম হাফেজ মো. ইনামুল হক, হাফেজ মাওলানা মুফতি রমজান আলী, হাফেজ মাওলানা শওকত হোসেন, হাফেজ মো. তাজিম উদ্দিন, হাফেজ মোজ্জামেল হোসেন, মাওলানা আবু মুসা সহ অন্যান্যরা।
প্রতিযোগিতায় গৌরনদী, আগৈলঝাড়া, কালকিনি ও ডাসার উপজেলার ৩০টি মাদ্রাসার দুই শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে। শেষে ৫ ও ১০ পারার তিনজন করে ৬ জনকে ৫ হাজার করে নগদ টাকা ও ১৪ জনকে ক্রেস্ট বিতরণ করা হয়।
এ ছাড়া ভূরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মহিলা মডেল মাদ্রাসার মাহিমা আক্তার হিফজ (হাফেজ) সম্পন্ন করায় তার পিতাকে ক্রেস্ট প্রদান করা হয়। হিফজুল কুরআন প্রতিযোগিতা ঘিরে কয়েকশত কুরআনের পাখিদের (হাফেজ) মিলন মেলা হয়