
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার প্রেস ক্লাবের সাধারণ সদস্যদের কণ্ঠভোটে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে আরিফ হোসাইনকে সভাপতি এবং মো. আবু উবাইদাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে নওরিন নুর তিষা সহসভাপতি, নূর ইসলাম নিওন যুগ্ম সাধারণ সম্পাদক, ডালিয়া হালদার সাংগঠনিক সম্পাদক, আবির হোসেন ওমর কোষাধ্যক্ষ, সাইফুল ইসলাম দপ্তর সম্পাদক, সিয়াম প্রচার সম্পাদক, শিমু আক্তার গ্রন্থগার সম্পাদক হয়েছেন।কার্যনির্বাহী সদস্য হয়েছেন আব্দুল কাদের জীবন ও তাহসিন সারা।