
উজিরপুর প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর সাড়ে ১০ টার দিকে পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর নের্তৃত্বে উজিরপুর মহিলা কলেজ চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বন্দরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিস বালী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরদার, মোঃ মামুন সিকদার, মোঃ সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান সুমন বালী, সদস্য মোঃ আনোয়ার হোসেন খান, মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী, সম্পাদিকা মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদিকা খালেদা আক্তার তারা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ সবুজ ও কালাম ফরাজী, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিলন হাওলাদার,সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব,যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান ভূইয়া, মোঃ নুরুজ্জামান, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ বাচ্চু রাড়ী,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী উল্লেখ্য স্বৈরাচার শেখ হাসিনার নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ কর্তৃক সাড়া দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আগামী ১৩ নভেম্বর লকডাউন ঘোষণা দেয়। এদিকে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার লক্ষ্যে উজিরপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন।
এসময় পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যেকে প্রতিহত করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন রাজপথে প্রহরায় থেকে আওয়ামী লীগের সকল অপশক্তি রুখে দেয়া হবে।