
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরনজির গ্রামে দীর্ঘদিন ধরে চড়া সুদে দাদন ব্যবসা চালিয়ে এলাকাবাসীকে সর্বশান্ত করার অভিযোগ উঠেছে আলমগীর খাঁ ও তার পরিবারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী পরিবারগুলো এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, আলমগীর খাঁ, তার স্ত্রী ফাতেমা বেগম, সোহাগ ও আব্দুর রহিম চড়া সুদে টাকা দিয়ে বহু পরিবারকে দেনার ফাঁদে ফেলে সর্বস্বান্ত করেছেন। অনেকেই সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে মামলা ও পুলিশের হয়রানির শিকার হচ্ছেন। এমনকি কয়েকজন ভুক্তভোগী এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে ভুক্তভোগী রশিদ হাওলাদার, মালেক সিকদার, জুলহাস শরিফ, নুরুল ইসলাম, শামিম খাঁ, জেসমিন বেগম, বানু, নাছিমা বেগম, শাহিনুর বেগম, জয়নোব বেগম ও শাহিন হাওলাদার বক্তব্য দেন।
তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দাদন ব্যবসার অবসান ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।