সাইফুল ইসলাম : বরিশাল সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর তহসিল অফিস সংলগ্ন ইছাকাঠি মৌজায় অবস্থিত ঐতিহাসিক সীতারাম বসুর দিঘী অবৈধ দখলমুক্ত করতে তদন্তের নির্দেশ দিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল।
মহামান্য হাইকোর্টের ৫৭১৪/২০২০ নম্বর রিটের আদেশ মোতাবেক উক্ত দিঘীটি সিএস ম্যাপ ও আরএস ১০৫০/১০৫১ নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত আরএস তথা এসএ ৮৪২ দাগে ২.৯৮ একর জমির ওপর অবস্থিত। দীর্ঘদিন ধরে ওই জমিটি আলী হোসেন হাওলাদার ওরফে আলী চেয়ারম্যান নামে এক ব্যক্তির অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও বরিশাল জজ কোর্টের আইনজীবী এম. মাসুদ হাওলাদার গত ২১ অক্টোবর ২০২৫ তারিখে জমি উদ্ধারের আবেদন দাখিল করেন।
এরই প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গত ৩ নভেম্বর জারি করা অফিস আদেশে বলা হয়, ঐতিহাসিক সীতারাম বসুর দিঘী সংরক্ষণ ও অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে প্রায় ২.৯৮ একর জমির বর্তমান অবস্থা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগীয় কমিশনারের পক্ষে জারি করা ওই আদেশে স্বাক্ষর করেন উপপরিচালক (স্থানীয় সরকার) প্রতীক কুমার কুন্ডু। এতে বরিশাল আঞ্চলিক সহকারী কমিশনার (ভূমি), বরিশাল সদরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন, সদর উপজেলা ভূমি অফিস এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রশাসনের এ পদক্ষেপ ঐতিহ্যবাহী জলাশয়টি রক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।