
নিজস্ব প্রতিবেদক,বরিশাল: ১৪ নভেম্বর আজ শুক্রবার সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন তরুণ সাইক্লিস্ট আশিকুর রহমান। একাই ৬৪ জেলা পাড়ি দেওয়ার এই সাহসী সাইকেল রাইডের মাধ্যমে তিনি দেশের তরুণদের কাছে সুস্থ জীবনযাপন, পরিবেশ সচেতনতা ও মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা পৌঁছে দিতে চান।
সকালে পরিবারের সদস্য, স্থানীয় সাইক্লিস্ট ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে আশিক পতাকা নাড়িয়ে তার অনন্য অভিযাত্রা শুরু করেন। যাত্রার শুরুতেই তিনি বলেন, “এই রাইড শুধু আমার নয়—এটা আমাদের প্রজন্মের জন্য একটি বার্তা। আমরা চাইলে একাই কোনো উদ্যোগ শুরু করতে পারি, আর সেটাই সমাজে পরিবর্তন আনতে পারে।”
বরিশাল থেকে বেরিয়ে তিনি আজই প্রথম গন্তব্যে পৌঁছে পরবর্তী জেলার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রতিটি জেলায় তিনি স্থানীয় যুবসমাজের সঙ্গে ছোট পরিসরে সচেতনতামূলক আলোচনা করবেন এবং সাইক্লিংয়ের মাধ্যমে শরীরচর্চার গুরুত্ব তুলে ধরবেন।
একক যাত্রা হওয়ায় বিভিন্ন জেলা প্রশাসন, স্থানীয় সাইক্লিস্ট গ্রুপ এবং স্বেচ্ছাসেবীরা তার নিরাপত্তা ও প্রাথমিক সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
দেশের প্রতিটি জেলায় স্বাস্থ্য, পরিবেশ ও ইতিবাচক বার্তার সাইকেল রাইড হয়ে উঠবে এক অনুপ্রেরণাদায়ক অধ্যায়—এমনটাই আশা করছেন সবাই।