1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে তুচ্ছ ঘটনায় হামলায় ট্রলি চালকের মৃত্যু  - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

উজিরপুরে তুচ্ছ ঘটনায় হামলায় ট্রলি চালকের মৃত্যু 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে তুচ্ছ ঘটনায় মাদকসেবি সন্ত্রাসী হামলার শিকার ট্রলি চালক সোহেল মাঝির মৃত্যু। একদিকে পরিবারের আহাজারি,অপরদিকে পুড়ো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে। মৃত্যুর খবরে নিহতের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে যান উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সুত্রে জানা যায় ১৮ নভেম্বর সকালে উজিরপুর  পৌরসভা ৭নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধার মোঃ সোবাহান মাঝির ছেলে ট্রলি চালক মোঃ সোহেল মাঝি(৩০) ঢাকা হাসপাতালে মৃত্যুবরন করে। জানা যায় হামলা শিকার ট্রলি চালক সোহেল মাঝি ৮ দিন ধরে ঢাকা হাসপাতালে  চিকিৎসাধীণ অবস্থায় থাকার পরে ১৮ নভেম্বর সকালে মারা যান।
নিহতের পরিবার সুত্রে জানা যায় উজিরপুর পৌরসভা ৭নং ওয়ার্ডের সোহেল মাঝি ওই গ্রামের  মৃত মোঃ হান্নান মাঝির ছেলে  মাদক ব্যবসায়ী মোঃ রাব্বি মাঝি,মোঃ পলাশ মাঝিকে  মাদক ব্যবসায় বাধা দেয়ায় বিবাদ শুরু হয়। এরপর  একটি জিন্স এর প্যান্ট শুকাতে দেয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে  হত্যার উদ্দেশ্যে সোহেল মাঝির মাথায় আঘাত করে। আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটে পরে। মূমূর্ষ অবস্তায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে প্রেরন করেন। অবস্থা আরো বেগতিক হওয়ায় তাকে ঢাকা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ৮ দিন ধরে চিকিৎসাধীণ অবস্থায় থাকার পরে ১৮ নভেম্বর সকালে আহত সোহেল মাঝির মৃত্যু হয়।
উল্লেখ্য ১১ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদক কারবারিরা ট্রলি চালকের উপর অতর্কিত হামলা চালায়।
হামলার ঘটনায় ১২ নভেম্বর উজিরপুর মডেল থানায় মোঃ সোহেল মাঝির স্ত্রী মাকসুদা বেগম বাদী হয়ে হামলাকারী মাদক ব্যবসায়ী পলাশ মাঝি(২০),মোঃ রাজু হাওলাদার (৩২), মোঃ রাব্বি মাঝি(২৫), মোঃ শাহাদাৎ হাওলাদার ওরফে অলি(২৫), মোঃ রবিউল ইসলাম হাওলাদার (২২), মোঃ সফিক হাওলাদার (২০),মোঃ জয়নাল হাওলাদার (৬০), মোসাম্মত সিমা বেগম(৫০)সহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।
এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ইতিপূর্বে হামলার ঘটনার মামলার দুই আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং আদালতে হত্যা মামলা সংযুক্ত করার আবেদন করা হয়েছে। এদিকে খুনিদের অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষে সু-দৃষ্টি কামনা করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network