
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্দ্যোগে পিরোজপুরের ভান্ডারিয়ায় শিশু সুরক্ষায় উপজেলার ২০টি এনজিও প্রতিনিধিদের নিয়ে কোয়ালিশন গঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে শিশুশ্রম নিরসন প্রকল্প কর্মকর্তা সুবাস জয়ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভান্ডারিয়া উপজেলার এন.জি.ও সমন্বয়কারী ও গণমুক্তি কেন্দ্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো: আলমগীর হোসেন।
সুবাস জয়ধর তার বক্তব্যে বলেন, ভান্ডারিয়া উপজেলায় তেলিখালী ইউনিয়নব্যতীত মোট ২১৯ জন শিশুকে সনাক্ত করা হয়েছে যারা শিশুশ্রমের সাথে যুক্ত। এইসকল শিশুদের পুনর্বাসন করার জন্য উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সহযোগিতায় প্রকল্পটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে কোন শিশু যেন শিশুশ্রমে যুক্ত না হয় তার জন্য, প্রকল্পটি শেষ হয়ে যাবার পরও শিশু সুরক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়া ইত্যাদি উদ্দেশ্যে উপজেলায় একটি এন.জি.ও কোয়ালিশন প্রয়োজন।
অনুষ্ঠানে ব্রাক, সংকল্প ট্রাস্ট, দু:স্থ কল্যাণ সংস্থা, উদ্দীপন, এস.ডি.এফ, সংগ্রাম, শক্তি ফাইন্ডেশন, গণমুক্তি কেন্দ্র, নতুন দিনের ডাক, আর.ডি.এফ, ভি.সি.ডি.এস, কোষ্ট, বুরো বাংলাদেশ ইত্যাদি প্রতিষ্ঠান প্রতিনিধি অংশগ্রহন করেন।