
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালীর হাতিয়ায় চাঁদা না পেয়ে দিনে দুপুরে এক কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এসময় ওই কৃষকসহ তার পরিবারকে মারধর হয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে হাতিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের চর লটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. নুর ইসলাম হাতিয়া থানায় লিখিত অভিযোগ করলে জমির ধান থানার জিম্মায় নিয়ে নেয় পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, চর লটিয়া এলাকায় স্থানীয় জুলফিকার আলী, মনির উদ্দিন, মোছলেহ উদ্দিন, নিশন, রাজুসহ আরও ৭–৮ জন সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা এবং নিয়মিত চাঁদা দাবি করে আসছে। কৃষক নুর ইসলামের তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার জমির পাকা ধান কেটে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে নুর ইসলাম ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে কিল-ঘুষিসহ মারধর করা হয়।
ভুক্তভোগী নুর ইসলাম বলেন, আমি ২০১৩ সালে জমিটি খরিদ করি। নিয়মিত খাজনা পরিশোধ করে জমির ভোগদখলে আছি। কোনো মালিকানা না থাকা সত্ত্বেও তারা জোর করে জমি দখলের চেষ্টা করছে।
অভিযুক্ত জুলফিকার আলীর সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, অভিযোগ পেয়েছি। ধানগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উভয়পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।