
নিজস্ব প্রতিবেদক// পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রী ও শ্বাাশুড়ি হত্যা মামলার প্রধান আসামি বাদল খানকে র্যাব-১০ এর একটি দল মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে গ্রেফতার করেছে। ২৪ জুলাই বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ বছরের ৫ মে স্ত্রী চম্পা বেগম ও শ্বাশুড়ি বিলকিস বেগমকে গলাকেটে হত্যার পর থেকে বাদল পলাতক ছিলো।”
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বরিশাল ক্রাইম ট্রেস”কে বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা বাদল খান মুন্সিগঞ্জের শ্রীনগরে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে র্যাব-১০ এর একটি দল তাকে গ্রেফতার করে শুক্রবার রাতে ভান্ডারিয়া থানায় হস্তান্তর করে। রোববার তাকে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
উল্লেখ্য, ৫ মে ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বাদল তার স্ত্রী চম্পা বেগম ও শ্বাশুড়ি বিলকিস বেগমকে গলাকেটে হত্যা করে মৃতদেহে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। দীর্ঘদিন পালিয়ে থাকার পর বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে তাকে গ্রেফতার করে র্যাব।”