অনলাইন ডেস্কঃ ইয়েমেন থেকে মধ্যপ্রচ্যের দেশগুলোতে যাওয়ার পথে আফ্রিকার শরণার্থী বোঝাই একটি নৌকা এডেন সাগরে ডুবে ৩৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোর ৪টার দিকে আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকাটি ডুবে যায়। অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।
আইওএম কর্মকর্তা মোহাম্মদ আবদিকের জানিয়েছেন, ইয়েমেন থেকে দালালদের মাধ্যমে ৬০ যাত্রী নিয়ে নৌকাটি এডেন উপসাগরের জিবুতির উপকূলে ডুবে যায়। এতে নারী ও শিশুসহ ৩৪ জন মারা যান।
ধারণা করা হচ্ছে, করোনাভাইরাস সংক্রমণ বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এর পর তারা ইয়েমেনে আটকা পড়ে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :