
রিয়াজুল ইসলাম বাচ্চু // ঝালকাঠি নলছিটি পৌর কৃষকদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠান হয়েছে।
নলছিটি পৌর কৃষকদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, প্রধানবক্তা জেলা সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, বিশেষ অতিথি জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল।
এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলার কৃষকদলের সাবেক আহ্বায়ক মোঃ মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম মল্লিক,সদস্য সচিব মোস্তফা কামাল মিন্টু, পৌর সদস্য সচিব মোঃ হেলাল সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি, অনুষ্ঠান করতে পারছি। বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন দেশনেত্রী। তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করতে দিদ্বাবোধ করেন নাই। তার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত শেষে সভার সমাপ্তি করা হয়েছে।