নিবার্চন উপলক্ষে গ্রামের বাড়িতে এসে লাশ হলেন ইতালি প্রবাসী
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ১৪ বুধবার, ২০২১, ০৮:১২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:: ফরিদপুরের ভাঙ্গায় এক ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ভাঙ্গা পৌর সদরের নওপাড়া বাসস্ট্যান্ডে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
জানা গেছে, নওপাড়া বাসস্ট্যান্ডে একটি দোকানে চা খাচ্ছিলেন ইতালি প্রবাসী মাসুদ মিয়া। এ সময় তার প্রতিপক্ষ সাবেক পৌর কাউন্সিলর বাচ্চু মেম্বারের লোকজন এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত মাসুদকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, ‘মারামারির সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করা হয়েছে।’
প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল ইতালি যাওয়ার কথা ছিল তার। তিনি ভাঙ্গা পৌরসভার নিবার্চন উপলক্ষে কয়েকদিন আগেই গ্রামের বাড়িতে আসেন। মাসুদের মৃত্যুর সংবাদে বর্তমানে গজারিয়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে।