
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সেই কাউন্সিলে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোঃ সোহেল ফরাজী। তিনি আসন্ন কাউন্সিলে দলীয় সকল নেতাকর্মীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
জানা যায়, উপজেলার নিয়ামতি ইউনিয়নের কৃতি সন্তান সোহেল ফরাজী দীর্ঘদিন থেকেই বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রবাসে কর্মজীবনের পাশাপাশি তিনি এলাকায় বিএনপির নেতাকর্মীদের খোঁজ খবর নিয়ে তাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। প্রবাস জীবন ছেড়ে এলাকায় এসেও তিনি বর্তমানে ইউনিয়ন বিএনপি’র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, মোঃ সোহেল ফরাজী বিএনপির একজন দক্ষ সংগঠক ও ত্যাগী কর্মী। নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কাঠামোকে গতিশীল ও শক্তিশালী করে তোলার ক্ষেত্রে তার কোন বিকল্প নেই।
তাই আসন্ন নিয়ামতি ইউনিয়ন বিএনপির কাউসিলে দলীয় নেতাকর্মীরা মোঃ সোহেল ফরাজীকে সভাপতি হিসেবে পেতে চায়।