
ইফতেখার শাহীন, বরগুনা// বরগুনা জেলার কৃষির সমস্যা ও সম্ভাব্য সমাধান বিষয়ক কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ২ টায় বরগুনা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ী কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রথীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
অতিরিক্ত উপ পরিচালক ইকবাল হোসেন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বরগুনা জেলার কৃষির সমস্যা ও সমাধান উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, মতবিনিময় সভার প্রধান অতিথি কর্নেল হারুনুর রশিদ খান, পিএসসি (অব:), বরগুনা সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি হাফিজুর রহমান, বরগুনা বিএডিসির উপ সহকারী প্রকৌশলী ইয়াকুব আলী, বরগুনা সদর উপজেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি ফেরদৌস জামান শাহিন, বরগুনা সদর উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা ইলিয়াছুর রহমান প্রমূখ।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন, বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক সিএম রেজাউল করিম।