
নিজস্ব প্রতিবেদক// জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন-আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের লেখনির মাধ্যমে কঠোর ভূমিকা পালন করতে হবে। নির্বাচনকালীন বরিশালে যেন একটি সহমর্মিতা ও সহযোগিতা মূলক পরিবেশ বজায় থাকে সেজন্য সকল সাংবাদিকের একযোগে সত্য ও ন্যায়ের পথে কাজ করতে হবে।
সোমবার (৪ আগস্ট) বেলা এগারোটায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল তার বক্তব্যের শুরুতে জুলাই-আগস্টের বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি রিপোর্টার্স ইউনিটির প্রবীণ সদস্যদের সাহসীকতা ও সততার স্মৃতিচারণ করে বলেন, ইতিপূর্বে শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ না করে যারা তোষামোদি করেছে তারাই হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে যুদ্ধ হয়েছে, বিজয় এসেছে, সরকারের পর সরকার এসেছে কিন্তু জাতির মুক্তি মেলেনি। তাই স্ব স্ব পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ মাতৃকা নিয়ে এখন প্রত্যেককে ভাবতে হবে। আমরা যে যেখানেই থাকি, প্রত্যেককে সৎ থাকতে হবে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, মহানগর কর্মপরিষদের সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাহফুজুর রহমান আমিন, শামীম কবির, জামায়াতে ইসলামীর নেতা বায়জীদ বোস্তামী, আব্দুর রশিদ, আব্দুস সাত্তার প্রমুখ।
রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিছুর রহমান খান স্বপন। রিপোর্টার্স ইউনিটির হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।