
নিজস্ব প্রতিবেদক// ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীতে দিনব্যাপী এক বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
সোমবার (৪ আগস্ট) পরিচালিত এই অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ২২টি চায়না দোয়ারি, ৪টি ভেসাল জাল এবং আনুমানিক ৭-৮ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
রাজাপুর উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল জানান, মাছের প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় এই অভিযান চালানো হয়। নদীতে নিষিদ্ধ জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করায় নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
স্থানীয় সচেতন জেলেরা এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধ জাল অপসারণে নিয়মিত অভিযান হলে নদীর মাছের উৎপাদন বাড়বে এবং প্রকৃত জেলেরা উপকৃত হবে। মৎস্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের নদ-নদীতে অবৈধ উপকরণ দিয়ে মাছ শিকার রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।