
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের অন্যতম বিদ্যাপিঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ই আগষ্ট মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কলেজের অডিটোরিয়াম কক্ষে এই আয়োজন করা হয়।উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ হারুন অর রশিদ হাওলাদার অধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান খান। এছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা সহ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের জুলাই আন্দোলনের স্মৃতি চারণ করেন।জুলাই আন্দোলনে আহত ও নিহতদের স্বরণে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে কলেজে শিক্ষার্থীদের উদ্দ্যাগে গ্রাফিতী অঙ্কন করা হয়।