
ঝালকাঠি প্রতিনিধি// ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর ও সদর উপজেলা শাখার আয়োজনে পথসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার জামায়াতে ইসলামীর পৌর আমির মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আমির এডভোকেট হাফিজুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী অধ্যক্ষ মো: ফরিদুল হক, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, ঝালকাঠি সদর উপজেলা সেক্রেটারী মো: কাওসার আহমেদ, পৌর সেক্রেটারী মো: শিহাব উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: নেয়ামুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো: মিরাজুল ইসলাম প্রমুখ।
ঝালকাঠি শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা আমির এডভোকেট হাফিজুর রহমান বলেন, “আমাদের ৫জন শীর্ষ নেতাকে ফাঁসিতে লটকিয়েছেন, আমাদের বাড়ী-ঘর ছাড়া করেছেন। আর আমাদের সাথে জুলুমের শিকার বন্ধুদের মুখে সেই ফ্যাসিস্টদের কথা যখন শুনতে পাই তখন আমাদের দু:খ হয়। আমাদের করুনা হয়, এত তাড়াতাড়ি তারা কেন তাদের পথে হাটতেছে। তারা মাত্র দেখলো ঐ ভাষার পরিণতি কি হয়।আমরা শুনেছি তারা তাদের ভাষা পরিবর্তন করবেন। আপনাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।
তিনি দেশবাসীর নিকট আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটিবার দেশবাসীর সেবা করার সুযোগ দিন।”