1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঝালকাঠিতে বিএনপির বিজয় র‍্যালি - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঝালকাঠিতে বিএনপির বিজয় র‍্যালি

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ করেছে ঝালকাঠি জেলা বিএনপি।

বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বিজয় র‍্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমুহ প্রদক্ষিণ করে। ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন র‍্যালির নেতৃত্ব দেন।

বিজয় র‍্যালিতে জেলা বিএনপির আওতাধীন ৬টি ইউনিট এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, জাসাস, ওলমাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশ নেন। নেতাকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার এবং জাতীয় ও দলীয় পতকা নিয়ে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোষরদের ফাসির দাবিতে স্লোগানসহ জুলাই বিপ্লবে শহীদের স্মরণ করেন। বিজয় র‍্যালি শেষে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর এস.এম এজাজ হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম গাজী, নলছিটি পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. নুর হোসেন, কাঠালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলিম মুন্সি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট মো. আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাকিনা আলম লিজা, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, জেলা তাঁতী দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. বাদশা মিয়া, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরদার মো. শহিদুল্লাহ, জেলা ওলমা দলের আহবায়ক মাওলানা সাইদুর রহমান, জেলা জাসাসের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মো. বাদল বিশ্বাসসহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। এই দিনে ছাত্র-জনতা স্বৈরাচারের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে সরকার গঠনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network