1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে জুমার নামাজ পড়তে গিয়ে মাইক্রোবাস চাপায় মাদ্রাসাশিক্ষক নিহত - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

উজিরপুরে জুমার নামাজ পড়তে গিয়ে মাইক্রোবাস চাপায় মাদ্রাসাশিক্ষক নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

উজিরপুর প্রতিনিধি // বরিশাল জেলার উজিরপুরে মাইক্রোবাস চাপায় আবু তালেব নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (৮ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

আবু তালেব উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উজিরপুর উপজেলা কর্ম পরিষদের সদস্য।

জানা যায়- শুক্রবার সাড়ে ১২ টার দিকে মাদ্রাসার শিক্ষক আবু তালেব তার নীজ বাড়ি মোড়াকাঠী গ্রাম থেকে মোটরসাইকেল নিয়ে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য রওয়ানা হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল বন্দরের রাস্তা পাড়াপাড় করার সময় ঘাতক মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে স্থানীয়দের সহায়তায় ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হয়। এদিকে মোটরসাইকেলটি ধুমরে মুচড়ে যায় এবং চালক শিক্ষক আবু তালেব এর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

‘ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত মানুষের প্রাণ ঝরবে’ এমন প্রশ্ন জনমনে। এছাড়া শিক্ষক আবু তালেব এর অকাল মৃত্যুতে পুড়ো উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।

কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুখতার হোসাইনসহ সকল শিক্ষক ও কর্মচারীরা এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল নিহতের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network