1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের আকাশে ১৪ দিন পরে আবার ডানা মেলল জাতীয় পতাকাবাহী বিমান - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন

বরিশালের আকাশে ১৪ দিন পরে আবার ডানা মেলল জাতীয় পতাকাবাহী বিমান

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// টানা চৌদ্দ দিন পরে বরিশালের আকাশে আবার ডানা মেলল জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ড্যাস-৮ কিউ ৪০০ মডেলের উড়জাহাজ।

শুক্রবার (৮ আগস্ট) সকালে যখন যাত্রী নিয়ে বিমান-এর উড়জাহাজ বরিশাল বিমান বন্দরের রানওয়ে স্পর্শ করে তখন সাধারণ যাত্রী ও তাদের স্বজনরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। সকাল ১১টার দিকে ফিরতি যাত্রী নিয়ে বিমান ফ্লাইটটি ঢাকায় ফিরে যায়।

উড়োজাহাজ সংকটের কথা বলে গত ২৫ জুলাই থেকে দক্ষিণাঞ্চলের একমাত্র বিমান বন্দর, বরিশাল সেক্টরে উড়ান পরিচালন স্থগিত ঘোষনা করেছিল বিমান কর্তুপক্ষ। বিষয়টি নিয়ে বরিশালের সংবাদপত্র সেবী ও সচেতন মহলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র প্রতিক্রীয়া ব্যক্ত করেন। বরিশালের বিভিন্ন মহল থেকেও বিষয়টি বিমান চলাচল উপদেষ্টা এবং নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টার নজরে আনা হয়।

এরই প্রেক্ষিতে গত মাসের শেষ দিকেই ৮ আগষ্ট থেকে বরিশাল সেক্টরে নতুন করে ফ্লাইট অপারেশন শুরু করার সিদ্ধান্ত জানায় বিমান কতৃপক্ষ। তবে অপতত সপ্তাহে মাত্র দুদিন, শুক্র ও রোববার সকালে বরিশাল সেক্টরে ফ্লাইট পরিচালন করবে বিমান। আগামী মাস দুয়েকের মধ্যে মেরামত সম্পন্ন করে সংস্থাটির উড়জাহাজ বহরে ফিরলে অক্টোবরের শেষ প্রান্ত থেকে শীতকালীন সময়সূচীতে বরিশাল সেক্টরেও ফ্লাইট সংখ্যা বৃদ্ধির কথা জানিয়েছে সংস্থাটির বিপনন ও বিক্রয় পরিদপ্তর এবং ফ্লাইট সিডিউল-এর দায়িত্বশীল মহল।

উল্লেখ্য, অভ্যন্তরীন সেক্টরের জন্য বিমান-এর ৭৪ আসনের ৫টি ‘ড্যাস ৮ কিউ-৪০০’ মডেলের উড়জাহাজ থাকলেও তার দুটি আপতত চলাচল অযোগ্য। যা মেরামত অত্যন্ত সময় ও ব্যায় সাপেক্ষ। অপর ৩টির মধ্যে দুটি পরিপূর্ণ মেরামতে অন্তত একমাস সময় লাগবে। ‘ইতোমধ্যে কানাডার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে কথা হয়েছে’ বলে জানিয়ে বিমান’র অপর এক কর্মকর্তা জানান, ‘দুটি এয়ারক্রাফটই পরিপূর্ণ মেরামত শেষে আমরা পুনরায় বরিশাল সহ সাময়িক বন্ধ সবগুলো সেক্টরেই যাত্রী পরিবহন শুরু করব’।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network