
জেলা প্রতিনিধি,ঝালকাঠি// বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক জ্যেষ্ট স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. এস.এম জিয়াউদ্দিন হায়দার বলেন, চাকরির শেষের দিকে একটা সিদ্ধান্ত নিয়েছি আমার দেশে থাকতে চাই। আমার একটাই উদ্দেশ্য দেশের জন্য কাজ করা।আমি কাজ করার জন্য এসেছি। যেদিন থেকে উপদেষ্টা হিসেবে যোগদান করেছি সেদিন থেকে প্রতিজ্ঞাবদ্ধ জনগণের সেবা করার। আমার কাজ দেখে দল যদি মনে করেন আমাকে দলীয় মনোনয়ন দেবে তাহলে সেটা মেনে নিবো।
রবিবার (১০ আগস্ট) রাত ৮ টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জিয়া হায়দার বলেন, ১৯৭১ সালে ঝালকাঠি পুরিয়ে দেওয়া হয়েছিলো সেই থেকে আর কোন উন্নয়ন হয়নি । কারণ এখানের নেতারা দূর্নীতির সাথে জড়িত ছিলো। এখন সামনের দিকে আগাতে হবে।
তিনি আরও বলেন, এখন ঝালকাঠি ব্যাবসায়ের উন্নয়নে কাজ করবো। হস্তশিল্প, কুটির শিল্প কিভাবে উন্নত করা যায় সেবিষয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে।সরকার কোন কিছু করে দেয়না। সাধারণ মানুষ হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। আমরা সবাই একসাথে কাজ করলে সবকিছুর সমস্যার সমাধান হবে।
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন,ব্যবাসায়ী মির আহসান উদ্দিন পারভেজ, দৈনিক গাউছিয়া পত্রিকার সম্পাদক চিত্তরঞ্জন দত্ত, দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ,ঝালকাঠি সিটি ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পান্না,
আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট খান শহিদুল ইসলাম,
যমুনা টেলিভিশনের ঝালকাঠি জেলা প্রতিনিধি দুলাল সাহা একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আজমীর হোসেন তালুকদার, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ,প্রেসক্লাবের সদস্য জহিরুল ইসলাম জুয়েল।ঝালকাঠি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল করিম আজীম, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিচ প্রমুখ।