
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ দৃষ্টি নন্দন কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী সিকদার বাড়ি জামে মসজিদের নতুন ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এই ঢালাই কাজ শুরু হয়।
এ সময় পুরো মহল্লার মানুষ স্বেচ্ছাশ্রমে শ্রমিকদের সঙ্গে যোগ দিয়ে কাজ করেন।
মসজিদ কমিটির সভাপতি ও টিয়াখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ফোরকান-এর উদ্যোগ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয়দের সহযোগিতায় মসজিদটির নির্মাণ কাজ এগিয়ে চলছে।
তিনি জানান, গাজী মতিউল হক পেয়ারু, মোঃ হালিম শিকদার, মোঃ মোস্তফা শিকদার, মোঃ মোজাম্মেল হক মাষ্টার, মোঃ লাল মিয়া শিকদার, মোঃ বেল্লাল শিকদারসহ এলাকার মানুষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। মসজিদের আরও অনেক কাজ বাকি আছে, চাইলে যে কেউ সহযোগিতা করতে পারেন।