
নিজস্ব প্রতিবেদক, বরিশাল// দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ খান মিল্টনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে একইসাথে উল্লেখ করা হয়-দলের নেতাকর্মীদের বিপ্লবের সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হল।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সিদ্ধান্তে এ অনুমোদন দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকার মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত সহ সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
এ হত্যার ঘটনায় গত ১ আগস্ট বরিশালের এয়ারপোর্ট থানায় নিহত লিটুর বোন মোসাম্মদ মুন্নি বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।
নিহত লিটুর বোন মুন্নি ও দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়-হামলার সময় লিটুর হাত কেটে বিচ্ছিন্ন করে নিয়ে যায় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ খান মিল্টন।