
মিল্টন কবিরাজ: বরিশাল জেলা জজশীপের নেজারত বিভাগের নাজির পদে পদোন্নতি পেয়েছেন সৈয়দ মাইনুল হাসান। তিনি কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেছেন। ২০২২ সালের ৫ এপ্রিল তিনি বরিশাল যুগ্ম জেলা জজ প্রথম আদালতের সেরেস্তাদারের দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর থেকে দীর্ঘ সময় তিনি সাফল্যের সঙ্গে কাজ করেছেন এবং আদালতের প্রশাসনিক কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন। এরই ধারাবাহিকতায় গত ১২ আগস্ট ২০২৫ তারিখে তিনি বরিশাল জেলা জজশীপের নেজারত বিভাগের নাজির পদে যোগদান করেন।
নতুন দায়িত্ব পাওয়ায় সহকর্মীসহ আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পদোন্নতির মাধ্যমে সৈয়দ মাইনুল হাসানের ওপর দায়িত্ব আরও বেড়ে গেলেও তিনি পূর্বের ন্যায় সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।