
দৌলতখান (ভোলা) প্রতিনিধি।। ভোলার দৌলতখানে নিজের ভোগদলীয় জমিতে বসতঘর তুলায় এক প্রবাসী পরিবারকে প্রতিপক্ষ প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার আদালতে মামলা দাখিল করেছেন। এর পর থেকে ওই ভুক্তভোগী পরিবারকে হামলা মামলার ভয় দেখিয়ে কাজ বন্ধ রাখতে বিভিন্ন ভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে চাপ প্রয়োগ করে যাচ্ছেন প্রতিপক্ষ শাহে আলম মাতব্বর। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চান কাজী মালেগো বাড়িতে।
ভুক্তভোগী হাসান আলি মালের ছেলে কুয়েত প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সালমা বেগম জানান, নিজের বসতবাড়ির পৈতৃক ভিডিতে পাকা ঘর নির্মাণ করতে গেলে প্রতিবেশী শাহে আলম মাতব্বর সন্ত্রাসী বাহিনী দিয়ে বাধা দিয়ে আসছে। গত ডিসেম্বর মাস থেকে ঘরের কাজ শুরু করলেও তিনি বাধা ও হুমকির মুখে কাজ করাতে পারছেন না। এ ব্যাপারে আদালতে মামলা থাকলেও প্রতিপক্ষ শাহে আলম মাতাব্বর আইনের তোয়াক্কা না করে জোর জুলুম করে হুমলি ধামকি দিয়ে যাচ্ছেন। বর্তমানে আমার অসুস্থ সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়েছি।
অসহায় সালমা জানান, আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে শাহে আলম মাতাব্বরের সাথে ৩৭ শতক জমির বিরোধে মামলা চলছে। তার ঘর নির্মাণে কেউ যেন বাধা দিয়ে আইন-শৃঙ্খলার অবনতি না করে এ ব্যাপারে তিনি প্রশাসনের সহায়তা চেয়েছেন। এ বিষয় প্রতিবেশী শাহে আলম মাতব্বরকে বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান জানান, এ বিষয় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।