1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কোটালীপাড়ায় আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

কোটালীপাড়ায় আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলা

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধিঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আমার দেশ পত্রিকার সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করেছে যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমির সামনে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার মনিরুজ্জামান জুয়েল আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি ও উপজেলার তারাশী গ্রামের সাত্তার শেখের ছেলে। জানাগেছে, গতকাল শুক্রবার কোটালীপাড়া থানা পুলিশ বেল্লাল শেখ(২১) নামে এক যুবকসহ ৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।গ্রেপ্তারকৃত যুবককে পুলিশ ‘যুবলীগ কর্মী’ বলে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তার বেল্লাল শেখ উপজেলার তারাকান্দর গ্রামের রবিউল শেখের ছেলে। আহত সাংবাদিক মনিরুজ্জামান জুয়েল একটি অনলাইন পত্রিকার রিপোর্টে গ্রেপ্তারকৃত যুবক বেল্লাল শেখকে ‘যুবলীগ কর্মী’ বলায় কোটালীপাড়া যুবদল,ছাত্রদল নেতৃবৃন্দ তাকে মারধর করে।হামলাকারীদের দাবী বেল্লাল ‘ছাত্রদল নেতা’!

এ দিকে মারধরে আহত সাংবাদিক জুয়েলকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নিয়ে ভর্তি করা হয়।ঢাকার সিএমএইচে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের চিকিৎসা চলে বলে জানিয়েছেন তার ভাই জামাল শেখ। তিনি বলেন, জুয়েল সাংবাদিকতা করার আগে বিমান বাহিনীতে চাকরী করতেন।বর্তমানে সে অবসরে আছে।তাই তার সু-চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করা হয়েছে।

জুয়েল বলেন, এক যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।আমি মামলার বরাদ দিয়ে নিউজ করেছি। সেই অপরাধে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের সামনে আমাকে মারধর করা হয়েছে।কয়েক দিন আগে গাজীপুরে সাংবাদিক তুষারকে হত্যা করা হয়েছে।এর রেশ না কাটতেই আমাকে বিনা অপরাধে করা হলে।এ দেশে কি সাংবাদিক নির্যাতনের বিচার হবে না?

তিনি আরো বলেন, এ ঘটনার পর আমার স্বজন ও আরো কয়েকজন সহকর্মীকে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে।আমি ও আমার পরিবার নিপাপত্তাহীনতায় আছি।আমি রাষ্ট্রের কাছে আমার নিরাপত্তা চাই।এ দিকে সাংবাদিক মনিরুজ্জামান জুয়েলের উপর যুবদল,ছাত্রদলের হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।তারা দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

সাংবাদিক জুয়েলের উপর হামলার বিষয়ে জানতে চাওয়া হলে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, মনিরুজ্জামান জুয়েলের উপর হামলার বিষয়টি আমি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।আমি তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, বিষয়টি নিয়ে আমরা সামাজিক ভাবে মিমাংশা করার চেষ্টা করছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network