
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে র্যালির আয়োজন করা হয়।
রঙিন পোশাকে সজ্জিত শিক্ষার্থী, শিক্ষক ও ভক্তরা শঙ্খধ্বনি, ঢোল-করতাল এবং ভক্তিমূলক সঙ্গীতের মাধ্যমে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপন করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে ৩নং গেট হয়ে বরিশাল–পটুয়াখালী মহাসড়ক ও ভোলা রোড প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
পুরো পথজুড়ে ভক্তরা কীর্তন ও “হরে কৃষ্ণ, হরে রাম” ধ্বনিতে মুখরিত করে তোলেন পরিবেশ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভক্তদের ন্যায়ের পথে চলতে এবং ধর্ম প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।