সুমা বেগম অভিযোগ করে জানান, শনিবার দুপুরে এসআই শাহ আলম চাড়াখালীর অপরিচিত একটি সন্ত্রাসী দল নিয়ে সুমার পুরুষশুন্য বাড়িতে কোনো অভিযোগ ছাড়াই তল্লাশি চালিয়ে ঘরের মালামাল তছনছ করে। এ সময় মহিলারা বাধা দিলে তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করে সন্ধ্যার মধ্যে সুমার স্বামীকে হাজির করতে বলে। নইলে বাড়িঘর গুঁড়িয়ে দেয়ার হুমকি দেয় এসআই শাহ আলম।