
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি// বরিশালের বাকেগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রাজুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রাজু কেন্দ্রীয় যুবলীগ নেতা মুতিউর রহমান বাদশার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার উদ্দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী বৈঠক করছেন এমন খবর পেয়ে বাহাদুরপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।
পুলিশ সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা রাজুর নামে ঢাকার উত্তরা পশ্চিম আমলী আদালতে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।