
মোঃ সাদ্দাম হোসেন// বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরিশাল ইউনিটের নবগঠিত কমিটির সেক্রেটারি এ্যাডভোকেট আবুল কালাম শাহীন ও সদস্যবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত হলো কমিটির দ্বিতীয় সভা।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, চলমান কার্যক্রম এবং জনসেবামূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ ও সহায়তা কার্যক্রম জোরদার করা, রক্তদান কর্মসূচিকে আরও বেগবান করা, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি করা, মানবিক সেবাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া।
সভায় ইউনিট সেক্রেটারি এ্যাডভোকেট আবুল কালাম শাহীন। তিনি তার বক্তব্যে বলেন,“বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান বরিশাল ইউনিটের নবগঠিত কমিটি দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে কাজ করে মানুষের পাশে দাঁড়াবে। আমাদের লক্ষ্য হলো দুর্দশাগ্রস্ত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো।”
তিনি আরও বলেন, নবগঠিত এই কমিটি বরিশালসহ দক্ষিণাঞ্চলে মানবিক কার্যক্রমকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করবে।
সভায় উপস্থিত সদস্যবৃন্দও তাদের অঙ্গীকার ব্যক্ত করেন, সমাজে মানবিক সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বরিশাল ইউনিট।