
উজিরপুর প্রতিনিধিঃ “গাছ লাগান পরিবেশ বাচান”এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলার উজিরপুর উপজেলার বি এন খান ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও আহ্বায়ক সম্মেলন প্রস্তুত কমিটি পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপি কাজী রওনাকুল ইসলাম টিপু।
১৮ আগষ্ট দিনভর উজিরপুর বি এন খান ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর বি এন খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাষ্টার, উজিরপুর পৌর বিএনপির সদস্য মোঃ আনোয়ার হোসেন হাওলাদার,পৌর বিএনপির সদস্য মোঃ আলম ফকির,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ মনিরুজ্জামান লিখন, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ পনির খান,
জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান আকন বাবু,উপজেলা শ্রমিক দলের ১নং যুগ্ম আহ্বায়ক মোঃ খোকন ডাকুয়া,সাবেক ছাত্রদল নেতা তাওহীদ বিন লাবিদ,বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুস সালাম হাওলাদার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ তাওহীদ, শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছত্তার মল্লিক,বি এন খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম ভূইয়াসহ শত শত নেতাকর্মী।
এসময় প্রধান অতিথি বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।