1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাজধানীতে ফুটপাত থেকে ২ জনের লাশ উদ্ধার, একজন বরিশালের - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

রাজধানীতে ফুটপাত থেকে ২ জনের লাশ উদ্ধার, একজন বরিশালের

  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// রাজধানীর শ্যামপুরের পশ্চিম জুরাইন এলাকার একটি ফুটপাত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। প্রাথমিকভাবে দুই জনকেই মাদকাসক্ত বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহতদের একজন মনির হোসেন (৩৮), পেশায় রিকশাচালক। তিনি বরিশালের উজিরপুর থানার জগীরকান্দা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। মাঝে মাঝে রিকশা চালালেও তিনি অধিকাংশ সময় পশ্চিম জুরাইনের ফুটপাতে থাকতেন। এছাড়া তার একটি বাসা ছিল মুরাদপুর হাইস্কুল রোড এলাকায়, যেখানে তার দুই স্ত্রী বসবাস করেন।

অন্যজনের নাম-পরিচয় এখনও শনাক্ত হয়নি। আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরনে ছিল আকাশি রঙের গেঞ্জি ও জলপাই রঙের গ্যাবাডিন প্যান্ট। পুলিশ ধারণা করছে, তিনি একজন ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন।”

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এম ইরফান উদ্দিন জানান, সোমবার (১৮ আগস্ট) বিকাল ৩টার দিকে পশ্চিম জুরাইন সালাউদ্দিন তেল পাম্পসংলগ্ন যাত্রী ছাউনির সামনে ফুটপাত থেকে প্রায় তিন-চার গজ দূরে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই জনকেই মৃত ঘোষণা করেন।

এসআই ইরফান উদ্দিন বলেন, নিহত দুই জনই মাদকাসক্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত নেশা করার কারণে তাদের মৃত্যু হয়েছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। তাদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network