1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তজুমদ্দিনে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

তজুমদ্দিনে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মোঃমনছুর আলম, ভোলাঃ তজুমদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শাহ মো. শাহিন শাজী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু , জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আকিব জাভেদ চৌধুরী, হাসনাইন মাহমুদ নাসিম, তানজিদ হাসান রিমন, এছাড়া আরো বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মাহজন, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল গফুর,আল মামুন, আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন হাজী, মোরশেদ আলম তৌহিদ, জামাল, রাসেল, প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দেশ ও জনগণের সেবায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করা হলেও দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো গনতান্ত্রিক আন্দোলনে সবসময় সোচ্চার ও আন্দোলনমুখী থেকেছে দলটি।

আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমুল নেতাকর্মীরা কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন বক্তারা।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network